ইতিহাস

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ঐতিহাসিক যাত্রা ও উন্নয়নমূলক পদক্ষেপ

জনাব আলহাজ্ব আমান উল্লাহ আমান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেরানীগঞ্জ উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয় ২০০১ সালে। এ বিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ও পথপ্রদর্শক হচ্ছেন— আধুনিক কেরানীগঞ্জের রূপকার, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাবেক মন্ত্রী এবং চারবারের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আমান উল্লাহ আমান।

তাঁর ঐকান্তিক প্রচেষ্টা, জনকল্যাণমূলক চিন্তাধারা ও শিক্ষার প্রতি গভীর দায়বদ্ধতার ফলেই এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তিনি চেয়েছিলেন, এলাকার শিক্ষার্থীরা যেন নিজ এলাকায় থেকেই মানসম্মত মাধ্যমিক শিক্ষা লাভ করতে পারে। সেই ভাবনা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের যাত্রা শুরু।

প্রতিষ্ঠার পর থেকেই এই বিদ্যালয় স্থানীয় জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে ওঠে। বিদ্যালয়ে রয়েছে সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ এবং প্রয়োজনীয় অবকাঠামো। সময়ের সঙ্গে সঙ্গে যোগ হয়েছে আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, পাঠাগারসহ নানা সুযোগ-সুবিধা। শিক্ষার পাশাপাশি বিদ্যালয়টি সহপাঠ্যক্রমিক কার্যক্রম যেমন—ক্রীড়া, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্কাউটিং-এও নিয়মিত সাফল্য অর্জন করে আসছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গঠনে সহায়ক ভূমিকা রাখছে। বর্তমানে হযরতপুর উচ্চ বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। এটি আজও শিক্ষা বিস্তারে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গঠনে অবিরত কাজ করে যাচ্ছে।