কলেজ ইউনিফর্ম

কলেজ ইউনিফর্ম শৃঙ্খলা, সমতা ও প্রতিষ্ঠানের মর্যাদা বজায় রাখে। নির্দেশনা মানা শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ, একাডেমিক পরিবেশ ও সঠিক জীবনের পথে পরিচালিত করে। এটি ব্যক্তিত্ব, চারিত্রিক উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা গঠনে সহায়তা করে।

WhatsApp Image 2025-08-19 at 10.37.06_8f6cfd8b

ছাত্র

সাদা ফুল শার্ট, কালো প্যান্ট – কালো বেল্ট, কালো জুতা, কালো মোজা, সোয়েটার কালো।

WhatsApp Image 2025-08-18 at 15.27.23_262aaff9

ছাত্রী

সাদা কামিজ (হাটুর চার আঙ্গুল নিচ পর্যন্ত), সাদা ওড়না, সাদা পাজামা, সাদা জুতা ও সাদা মোজা, সোয়েটার সাদা।

আচরণবিধি 

  • নির্ধারিত পোশাক পরিধান ও আইডি কার্ড ব্যবহার করবে।
  • প্রশাসনের অনুমতি না নিয়ে বাইরে যাবে না।
  • বিনয়ী, ভদ্র ও মার্জিত আচরণ করবে।
  • নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবে।
  • ক্লাস শুরুর ১৫ মিনিট পূর্বেই শ্রেণিকক্ষে উপস্থিত হবে।
  • কোন নৈতিকতা বিরোধী কাজে নিজেকে যুক্ত করবে না।
  • ও শিক্ষার্থীর মধ্যে সম্মানজনক দুরত্ব বজায় রাখতে হবে।